Posts

কবিতা

০১৯৪ আধুনিক গান: দুচোখ জলে ভাসে

January 8, 2025

তারিক হোসেন

36
View

       দুচোখ জলে ভাসে

জানি তুমি বুঝবে না, সুখের মোহে ভেসে;
কতটুকু ব্যাথা পেলে, দুচোখ জলে ভাসে।২

ভালোবেসে যারে আমি, দিয়েছি প্রেমের মালা;
সে আমায় কষ্ট দেয়, দেয় শুধু জ্বালা।২
বুঝে না সে মনের ব্যাথা, থাকে না সে পাসে।ঐ

কত শখে রেখেছি বুকে, করেছি তারে আপন;
তার সাথে বেঁধেছি আমি, আমার প্রেমের বাঁধন।২
বুঝে না সে প্রেমের ভাষা, থাকে না সে পাসে।ঐ

দুচোখ ভরা স্বপ্ন আমার, মনে কত আশা;
তার সাথে হবে আমার, অন্তরের ভালোবাসা।২
বুঝে না সে ভালোবাসা, থাকে না সে পাসে।ঐ

Comments

    Please login to post comment. Login