সকিনার হাত পা অসাড় হয়ে আসে। সকিনা যেন ক্রমেই একটা পেয়ারা গাছ হয়ে যাচ্ছে। দৃষ্টির চারপাশে সন্তানদের একেকজন যেন একেক ডালে ঝুলে থাকা পেয়ারা। নাতি নাতনিরা ডালে ডালে ঝুলে থাকা সতেজ পেয়ারার ফুল। সকিনা নিঃশব্দে হাসির রেখা একে পেয়ারা পাতার মতো কান খাড়া করে শুনতে থাকে। মৌলানারা সূর তুলেছে:
অখলাক্বল্ জ্বান্না মিম্ মা-রিজ্বিম্ মিন্ নার্
ফাবি আইয়্যি আলা ই রাব্বিকুমা তুকাজ্বিবান্ ।
This is a premium post.