Posts

কবিতা

০১৯৫ আধুনিক গান: ভালোবাসি ভালোবাসি

January 9, 2025

তারিক হোসেন

36
View

      ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি।২
শত জনকে নয়, তোমাকেই শত রূপে ভালোবাসি;
শত জনকে নয়, তোমাকেই শত ভাবে ভালোবাসি।২ঐ

তোমাকে নিয়ে লিখব আমি, সারা জীবনের গল্প; 
তুমি কভু দিওনা আমায়, ভালোবাসা অল্প।২
বুকের মাঝে আগলে রেখো, মুখে নিয়ে হাসি। ঐ

নয়ন খুলে তোমায় দেখি, নয়ন বুঝেও তোমায়; 
সারা জীবন পাশে রেখো, অনুভবেও আমায়।২
তোমার বুকের বেঁধেছি বাসা, ফোটাবো ফুলের হাসি।ঐ

এই জনমে হয়েছে দেখা, পেয়েছি আমি তোমায়; 
আমারে তুমি করেছো আপন, আমি করেছি তোমায়।২
এভাবেই শত জনমে যেন, তোমারেই ভালোবাসি। ঐ

Comments

    Please login to post comment. Login