এমন শীত নামা সকালে কুয়াশায় ঢাকা জীবন
তোমার উষ্ণ স্পর্শের অপেক্ষায়— শিশিরে ভেজা নরম আলো, হিমেল বাতাসে কাঁপছে ঠোঁট, লাজুক চাহনি আর হাসিতে ফুটছে যেন সকালের শিউলি।
তুষারের মতো শুভ্র চাহনি তোমার, যেন আলোর ছোঁয়া শীতের সকাল। তোমার সুরে ভাঙে—
শহরের নিস্তব্ধতা, জাগে কোমল পরশে উষ্ণতা।
ভোরের প্রেম যেন জ্বলে উঠে উনুনের মতো।
হিমে রাঙা রাতে প্রেম গাঢ় হয় আরো
চুপিসারে বলে যায় কথা, আমার শিয়রে
উষ্ণতায় ঘিরে থাকে শীতের মোহ, মুগ্ধতা
চোখের ভাষায় মিশে যায় প্রেম ও গভীরতা।
তোমার ঠোঁটের লালিমায় উঁকি দিচ্ছে কোমল রোদের আলো। প্রেমে মজে থাকি, সমস্ত স্মৃতি ভুলে।
দীর্ঘ হয় দিন নাকি প্রেম? এই প্রেমের ঘোর শীতের চেয়ে গভীর আরো। এমন শীত লাগা দিনে তোমাকে হারিয়ে ফেলার আগে— চারিদিকে একা দুপুর দুপুর লাগে।