হাত বাড়িয়ে দিলাম তোমায়
হাত বাড়িয়ে দিলাম তোমায়, শক্ত করে ধরো;
যত বাধা আসুক সামনে, কভু নাহি ছাড়ো।২
সারা জীবন ধরে রেখো, ছেড়ো না তুমি আর;
পরান ভরে বাসবো ভালো, তোমার জীবন ভর।২ঐ
সুখের জন্য সুখ পাখিটা, দিয়েছে তোমায় ধরা;
তোমার বুকে বেঁধেছে বাসা, থাকবে না তোমায় ছাড়া।২
তুমি সুখে দুঃখের পিলার দিয়ে, গড় রঙ্গের ঘর;
সেই ঘরেতে থাকতে দিও, আমায় জীবন ভর।২ঐ
সুখ পাখি আজ তোমার পাখি, তোমায় শুধু ভাবে;
কেমন করে তোমায় আরো, সুখের ছোঁয়া দিবে।২
তুমি মায়ায় বেধে আপন কর, বন্ধ কর দুয়ার;
সুখ পাখি আজ তোমার পাখি, সারা জীবন ভর।২ঐ