আমার সাধ মিটে না
আমার সাধ মিটে না, প্রিয় আমার সাধ মিটে না;
তোমাকে পাওয়ার সাধ, আমার কভু মিটে না।২
দিবানিশি ইচ্ছা করে, তোমার ভালোবাসা পাই;
মনের সুখে তোমার বুকে, শ্যামল ছোঁয়ায় জড়িয়ে যাই।২
যত ভালই তুমি বাসো, স্বাদ মিটে না।ঐ
তোমার ছবি আঁকা আছে, আমার নয়ন জুড়ে;
সারাদিন ইচ্ছে করে, দেখি নয়ন ভরে।২
যত দেখি তোমায় আমি, তৃষ্ণা মেটে না।ঐ
তোমার সাথে বলি কথা, সকাল দুপুর সাজে;
আরো কথা বলার ইচ্ছা, মনের মাঝে বাজে।২
যত কথা বলি আমি, মন ভরে না।ঐ
তোমার কথা ভেবে ভেবে, কাটে আমার সময়;
সারাক্ষণ তোমার ভাবনা, মনে শান্তি যোগায়।২
তোমায় নিয়ে যতই ভাবি, ভাবনা ফুরায় না।ঐ