Posts

কবিতা

০১৯৯ আধুনিক গান: যে আমারে শান্তি দিয়েছে

January 10, 2025

তারিক হোসেন

10
View

  যে আমারে শান্তি দিয়েছে

যে আমারে শান্তি দিয়েছে, শান্ত করেছে মন; 
আমার পাশে তারে আমি, রাখিবো সারা জীবন।২

যে আমারে শান্তি দিতে, বয়েছে ব্যথার ভার;
তার মানেতে শান্তি দিব, সকল ব্যথা আমার।২
তার শান্তিতে আমার শান্তি, শান্তি পায় মন।ঐ

যে আমারে হাসি ফোটাতে, অন্তর করেছে কালো;
তার মুখেতে হাসি ফোটাবো, অন্তর করিব ভালো।২
তার হাসিতে হাসি আমি, হাসে আমার মন।ঐ

আমার ঘরে চাঁদের আলো, ঝরে ঝরে পড়ে; 
যার কারণে আমার জীবন, ফুলে ফুলে ভরে।২
তার তরেতে দিলাম আমি, আমার সাধের জীবন।ঐ

Comments

    Please login to post comment. Login