সংগ্রাম
সংগ্রাম! সংগ্রাম!! সংগ্রাম!!!
চলো করি সংগ্রাম!
অনিদ্রা অনাহারি বঞ্চিত রব না,
যত বাধা আসে সত্যের পিছুপা হবো না।
আজ থেকে চির অম্লান,
আমাদের এ সংগ্রাম।
সংগ্রাম! সংগ্রাম!! সংগ্রাম!!!
চলো করি সংগ্রাম।
অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম,
দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম,
কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম,
আমাদের বাঁচার সংগ্রাম।
সংগ্রাম! সংগ্রাম!! সংগ্রাম!!!
চলো করি সংগ্রাম।
উন্নয়নের জন্য সংগ্রাম,
সম্প্রীতির জন্য সংগ্রাম,
ঐক্যবদ্ধ থাকার জন্য সংগ্রাম,
পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবার সংগ্রাম।
এ সংগ্রাম মহাশক্তি,
রক্তে এনে দেয় উন্মাদনা,
সব করে দেয় তারুণ্যের যৌবনা;
দূর করে দেয় মহা ক্লান্তি।
এ সংগ্রাম মহাশক্তি।