আজ তিনমাস পরে অভীক আর নীলার দেখা। যদিও সময়ের হিসাবে খুবই কম। তবু এরমধ্যেই দুজনেই বদলে গেছে খুব। বিশেষ করে নীলার পরিবর্তনটা বেশ করে চোখে পড়ছে। তার চোখের বিষণ্নতা, চোখের নিচের কালো দাগ এর কিছুই অভীকের চোখ এড়ায় না। তার দুঃখ হয়। তবুও সে নিজেকে সময়ের কাছে নিরুপায় ভাবে।