একটু সময় দিও
একটু সময় দিও বন্ধু, একটু সময় দিও;
তোমার ব্যস্ত জীবনে থেকে, একটু সময় দিও।২
সারাদিন ব্যস্ত থাকো, থাকো কতো কাজে;
এতো কাজের মাঝে আমায়, রেখেছো মনের মাঝে।২
মনের মাঝে রাখো তুমি, ভালোবাসা দিও।ঐ
হাজার কাজে হাজারো মানুষ, হাজার হাজার মুখ;
এত মুখের ভিড়েও তুমি, খোঁজো আমার মুখ।২
যখন তোমার ইচ্ছা করে, আমায় খুঁজে নিও।ঐ
সুখের দিনে কত মানুষ, তোমার পিছে ঘুরে;
আমায় তুমি আপন করে, ওদের রেখেছো দূরে।২
তুমি মনে রেখো, পাশে রেখো, স্বপ্নে ধরা দিও।ঐ