Posts

কবিতা

০২০২ আধুনিক গান: মানুষ পাইলাম না

January 11, 2025

তারিক হোসেন

34
View

      মানুষ পাইলাম না

মনে আমার অনেক দুঃখ, বলতে পারলাম না;
মনের দুঃখ বলার জন্য, মানুষ পাইলাম না।২

আপন ভেবে যারে আমি, টানছি মনের কাছে; 
সে আমারে পর করে, দূরে চলে গেছে।২
আমার মনের গোপন ব্যথা, একবার বুঝলো না।ঐ

নয়ন ভরে দেখবো বলে, দিয়েছি যারে মালা; 
সে আমারে দিয়েছে ব্যথা, দিয়েছে শুধু জ্বালা।২
জ্বালায় জ্বালায় জ্বলছি আমি, সইতে পারি না।ঐ

ব্যথায় ব্যথায় দু নয়ন আজ, চোখের জলে ভাসে;
নয়ন জল মুছে দিতে, পাইনা তারে কাছে।২
তবু আশায় বসে থাকি, মন মানে না। ঐ

Comments

    Please login to post comment. Login