Posts

কবিতা

০২০৩ লোকগীতি: আউলা বাতাস

January 12, 2025

তারিক হোসেন

13
View

    আউলা বাতাস

আউলা বাতাস, জাউলা বাতাস, 
ঘরের উপর উড়ে;
ঘর ভেঙ্গে যায় ঝড়ে, 
দয়াল, ঘর ভেঙ্গে যায় ঝড়ে।২

ঘর দিলা, ঘরের মানুষ দিলা,
সুখের দেখা দিলা না;
জীবন দিলা যৌবন দিলা,
তারে বুঝ দিলা না।
এখন সে মনের সুখে,
হাওয়ায় হাওয়ায় উড়ে।ঐ

নদীর মতো বইতে ছিল,
আমার জীবন তরী;
ঘরের মানুষ এসে দিল,
কঠিন করে দড়ি।২
এখন আমি কেমন করে,
ভাসি গানের সুরে।ঐ

সবাই তারে গোপন করে,
মনে দেয় বিষ;
বিষের ভারে সারা বেলা,
দেয় সে আমায় দোষ।২
এখন আমি দোষে দোষে,
যাইতেছি মরে।ঐ

সবাই শুধু স্বার্থ চায়,
পিছু পিছু ঘুরে;
সে বুঝে না ভালো মন্দ,
আমায় গোপন করে।২
যখন আমি বুঝতে পারি,
বিশ্বাস যায় উড়ে।ঐ

Comments

    Please login to post comment. Login