মন খারাপের দিন
মন খারাপের দিন,
আমার মন খারাপের দিন;
মনের মানুষ মন বুঝে না,
দুঃখ বাজায় বীণ।২
সব ফুল দমকা হাওয়ায়,
ঝড়ে গেছে পরে;
সব পাখি গেছে আমার,
বাগান ছেড়ে উড়ে।২
এখন আমার বুকের মাঝে,
দুঃখ সীমাহীন।ঐ
কথার পিঠে কথা আসে,
কথায় ফাটে বুক;
কঠিন কথা বলে দিলে,
চলে যায় সুখ।২
এখন আমি কষ্টে আছি,
মনে সুখ হীন।ঐ
যত বুঝাই তারে আমি,
সে তো বুঝে না;
আমার কষ্ট লাগব করতে,
এগিয়ে আসে না।২
এখন আমি কোথায় পাব,
আমার সুখের দিন।ঐ