মায়ার সেই জাল এবার ছড়াতে শুরু করল চারদিকে। সেই মূর্তি বলে চলল, "এই জালে শুধু ভালোবাসা নেই। এ জালের সঙ্গে বাঁধা আছে ভয়, নিঃসঙ্গতা, আর চিরন্তন এক দুঃখ। তুমি যদি এটাকে শক্তি ভেবে রাখো, তবে তা তোমাকে সমৃদ্ধ করবে। আর যদি এ থেকে পালাতে চাও, তবে এটি তোমাকে তলিয়ে নিয়ে যাবে অন্ধকারে।"
আমি তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, "তাহলে আমার মুক্তি কোথায়?"