Posts

গল্প

মায়া জাল_চতুর্থ অধ্যায় (Premium)

January 12, 2025

M MAHAFUJ SARKER

0
sold
"এটাই তোমার ভবিষ্যৎ," বললেন বৃদ্ধা। "মায়ার জালে বন্দী হয়ে থাকলে তুমি এই রূপেই শেষ হবে। একটি প্রতিচ্ছবি—কেউ নয়, শুধু একটা অস্তিত্ব।"
আমি কাঁপতে কাঁপতে বললাম, "তাহলে সত্য কোথায়? আমি কীভাবে এ সত্যে পৌঁছাব?"
বৃদ্ধা একটানা আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, "তোমাকে তিনটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা তোমাকে সত্যের মুখোমুখি নিয়ে যাবে। তবে যদি তুমি ব্যর্থ হও, জাল তোমার আত্মাকে গিলে খাবে এবং চিরকাল বন্দী করে রাখবে।"
আমার সামনে তিনটি দরজা ভেসে উঠল। প্রতিটি দরজার সামনে একটি প্রতীক খোদাই করা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • "এটাই তোমার ভবিষ্যৎ," বললেন বৃদ্ধা। "মায়ার জালে বন্দী হয়ে থাকলে তুমি এই রূপেই শেষ হবে। একটি প্রতিচ্ছবি—কেউ নয়, শুধু একটা অস্তিত্ব।"