মায়া জাল (পঞ্চম অধ্যায়: প্রতিশোধের পিলার)
ভয়ের পিলার ভাঙার পর, আমি নিঃস্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। শৃঙ্খল থেকে একটি লিংক মুক্ত হলেও, বাকি তিনটি পিলার অটল ছিল। পরবর্তী ছিল "প্রতিশোধের পিলার"। তার উপরে গভীর কালো অক্ষরে খোদাই করা নামটি যেন আমাকে আহ্বান করছিল, এবং তার চারপাশে ছড়াচ্ছিল আগুনের মতো লাল আভা।
পিলারের সামনে যেতেই আমার চারপাশ বদলে গেল। আমি হঠাৎ করে নিজেকে একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখলাম। চারদিকে লাশ ছড়িয়ে আছে। ধোঁয়া ও পোড়া মাটির গন্ধ বাতাসে ভাসছে। আমি শুনতে পেলাম চিৎকারের ধ্বনি, মানুষের বাঁচার আর্তনাদ।