পূর্ণিমার চাঁদ আমার ঘরে
পূর্ণিমার চাঁদ আমার ঘরে, ঝিলমিল ঝিলমিল করে;
আলোয় আলোয় আমার প্রাণ, গিয়েছে আজ ভরে।২
আমার ঘরে আজ বহিছে, কোমল মধুর হাওয়া;
হৃদয়ে আমার বাজিছে সুর, তোমারে কাছে পাওয়া।২
আজি এ মনের বসন্তে, হৃদয় উজাড় করে;
দিয়েছো তুমি, নিয়েছি আমি, সুখের ভেলা ভরে।২ঐ
মালতি কামিনী ভরেছে বাগান, ফুটেছে রাশি রাশি;
বাতাসে বাতাসে ধ্বনিছে আজি, তোমার মুখের হাসি।২
ফুলের গন্ধ হাসির আনন্দ, হৃদয় পূর্ণ করে;
তোমারে আমারে বেঁধেছে, প্রেমের মাতাল সুরে।২ঐ
তোমারে পাওয়া সুখেরে পাওয়া, সুখেই জীবন ভরি;
হাসি গানে নিজেকে তোমায়, দিয়েছি উজাড় করি।২
মনের মাঝে বসন্ত কোকিল, গাহিছে মধুর সুরে;
তোমারে আমারে করেছে আপন, জনম জনমের তরে।২ঐ