এই দুনিয়া ভবের মায়া, একদিন ছেড়ে যেতে হবে
জীবন পাখি চলে গেলে 'লাশ' তখন সবাই বলবে।
মনুর দেহখানি পড়ে থাকে, মন তো তাতে থাকবে না,
শ্বাস-প্রশ্বাস থেমে গেলে, মনুরে, মনে কেউ রাখবে না?
জীবন পাখি চলে গেলে 'লাশ' তখন সবাই বলবে।
মনুর দেহখানি পড়ে থাকে, মন তো তাতে থাকবে না,
শ্বাস-প্রশ্বাস থেমে গেলে, মনুরে, মনে কেউ রাখবে না?
আধাঁর থেকে এলাম দুনিয়ায়, আবার যাব আধাঁরে
মাঝের এই সময়টুকু কত বিলাসিতায় কাটাইরে?
কি করিলাম, কি করিলাম মরণ কালে ভাবতে থাকি
আয় করিলাম, ব্যয় করিলাম দুঃসময়ে সবই ফাঁকি।
মাঝের এই সময়টুকু কত বিলাসিতায় কাটাইরে?
কি করিলাম, কি করিলাম মরণ কালে ভাবতে থাকি
আয় করিলাম, ব্যয় করিলাম দুঃসময়ে সবই ফাঁকি।
কর্ম জীবন, ধর্ম জীবন, কর্মই টিকে থাকে শেষে
মরে গেলে ক'দিন পরে নামটাও যাবে দরিয়ায় ভেসে।
কবর খানি রইবে পড়ে, কেউ ফিরে তাকাবে না,
আধাঁর দেশে কেমনে রইব জানার কেউ থাকবে না।
মরে গেলে ক'দিন পরে নামটাও যাবে দরিয়ায় ভেসে।
কবর খানি রইবে পড়ে, কেউ ফিরে তাকাবে না,
আধাঁর দেশে কেমনে রইব জানার কেউ থাকবে না।
যাদের জন্য জীবনপাত, তারাই একদিন হবে পর
ভাগ-বাঁটোয়ারা নিয়ে তারাই মেতে থাকবে দিনভর,
একলা জীবন, একলা মরণ, একাই থাকব কবরে,
সামানা কিছু সম্বল করে, নিতে সেই দিনের তরে।
ভাগ-বাঁটোয়ারা নিয়ে তারাই মেতে থাকবে দিনভর,
একলা জীবন, একলা মরণ, একাই থাকব কবরে,
সামানা কিছু সম্বল করে, নিতে সেই দিনের তরে।