Posts

কবিতা

০২০৬ আধুনিক গান: আমি তো আমার নেই

January 13, 2025

তারিক হোসেন

34
View

  আমি তো আমার নেই

আমি তো আর নেই প্রিয় আমার মাঝে;
তোমার ছায়া পরে আমার সকল কাজে।২

তোমার কথাই আমার কথা, আমার মন বলে;
তোমার মতো করেই এখন, আমার পথ চলে।২
হাসি কান্নায় তুমি আছো, আছো বুকের মাঝে;
আমায় তুমি ভাঙ্গ গড়, তোমার মনের সাজে।২ঐ

তুমি আমার বুকে থাকো, ঘুড়াও প্রেমের ছড়ি;
কাটে না সময় একেলা আমার, প্রিয় তোমায় ছাড়ি।২
স্বপ্ন সাধনায় মনের চেতনায়, তোমার কথা বাজে;
তোমার কথা আমায় পোড়ায়, গোপন প্রেমের লাজে।২ঐ

সুখের জন্য তোমায় আমি, দিয়েছি নিজেকে তুলে;
এখন আমি কেমন করে, থাকি তোমায় ভুলে।২
তোমার জীবন হাসাবো আমি, রাঙ্গাবো নতুন সাজে।
সারা জীবন আগলে রেখো, তোমার বুকের মাঝে।২ঐ

Comments

    Please login to post comment. Login