Posts

কবিতা

ছোট ভাই

January 15, 2025

M MAHAFUJ SARKER

7
View

 

ছোট ভাই, তুমি মনের খুশির ঝর্ণা,
তোমার হাসিতে মিটে যায় দুঃখের বর্ণা।
তোমার কচি কথায় বাজে মধুর সুর,
তুমি ঘরের আলো, জীবনের নূর।

তোমার ছোট্ট হাতে ধরা ভালোবাসা,
তোমার সাথে কাটে সময় দুষ্টুমির আশা।
তোমার চাওয়ায় যেন লুকিয়ে থাকে জগৎ,
তুমি প্রতিদিন আনো নতুন রঙের বর্ণ।

তুমি যদি কাঁদো, মনও কাঁদে সাথী,
তুমি যদি হাসো, হৃদয়ে বাঁধে প্রীতি।
তোমার ছোট্ট চোখে দেখি স্বপ্নের জাল,
তোমার ছায়ায় জীবন পায় নির্ভার কাল।

ছোট ভাই, তুমি শুধু রক্তের বন্ধন নয়,
তুমি যে জীবনের সবচেয়ে মিষ্টি উপহার।
তোমার জন্যই বেঁচে থাকে এই সংসার,
তুমি ঘরের সুখ, হৃদয়ের অধিকার।

Comments

    Please login to post comment. Login