Posts

কবিতা

০২০৭ আধুনিক গান: ভালবাসি শুনতে মন চায়

January 16, 2025

তারিক হোসেন

36
View

  ভালবাসি শুনতে মন চায়

ভালোবাসি শুনলে প্রিয়, অন্তর ভরে যায়; 
তোমার মুখে ভালবাসি, শুনতে মন চায়।২

তোমার মুখের প্রেমের কথা, মধুর মতো লাগে;
একবার শুনলে বারে বারে, শুনতে ইচ্ছে জাগে।২
মন তোমারে সারা জীবন, কাছে কাছে চায়।ঐ

প্রিয়ার মুখে প্রিয় কথা, অনেক ভালো লাগে; 
যেমন করে কোকিল পাখি, কুহু কুহু ডাকে।২
আমার মনে তোমার কন্ঠ, ডেকে ডেকে যায়।ঐ

মনের মাঝে কত কথা, গোপন রয়ে যায়; 
ইচ্ছা করে প্রিয় কাউরে, বলা যদি যায়।২
তোমার সাথে বললে কথা, মনটা হালকা হয়।ঐ

যখন তখন আমার সাথে, বলিও প্রেমের কথা;
মন আমার শান্ত হয়, শুনিলে তোমার কথা।২
তোমার মুখের মিষ্টি কথা, সুখের ছোঁয়া দেয়।ঐ

Comments

    Please login to post comment. Login