তোমার প্রেম বিষে ভরা
তোমার প্রেম বিষে ভরা, মধু একটুও নাই
যতো আমি ভালোবাসি, কষ্টই শুধু পাই।২
সুখের জন্য করলাম প্রেম, হইলাম তোমার আপন;
তুমি আমার কষ্টই দিলা, দিলা না সুখের জীবন।২
এখন আমি কেমন করে, সুখের দেখা পাই।ঐ
সুখের জন্য তোমায় আমি, এতো করে চাই;
দিন শেষে তোমার বন্ধু, একটু সময় নাই।২
আমি কেমন করে তোমায় বন্ধু, মনের কষ্ট বুঝাই।ঐ
তুমি আমার সবই বুঝ, কষ্ট বুঝ না;
কষ্টে আমার বুক ফেটে যায়, তুমি আসো না।২
মনের দুঃখ মনেই থাকে, কার কাছে শুধাই। ঐ
ভালোবাসা কভু বন্ধু, একার হয় না;
দুজনের প্রেম সমান হলে, দুঃখ রয় না।২
সুখে দুঃখে তোমায় আমি, সমান ভাবে চাই।ঐ