Posts

কবিতা

০২০৮ লোকগীতি: তোমার প্রেম বিষে ভরা

January 16, 2025

তারিক হোসেন

183
View

  তোমার প্রেম বিষে ভরা

তোমার প্রেম বিষে ভরা, মধু একটুও নাই 
যতো আমি ভালোবাসি, কষ্টই শুধু পাই।২

সুখের জন্য করলাম প্রেম, হইলাম তোমার আপন;
তুমি আমার কষ্টই দিলা, দিলা না সুখের জীবন।২
এখন আমি কেমন করে, সুখের দেখা পাই।ঐ

সুখের জন্য তোমায় আমি, এতো করে চাই;
দিন শেষে তোমার বন্ধু, একটু সময় নাই।২
আমি কেমন করে তোমায় বন্ধু, মনের কষ্ট বুঝাই।ঐ

তুমি আমার সবই বুঝ, কষ্ট বুঝ না;
কষ্টে আমার বুক ফেটে যায়, তুমি আসো না।২
মনের দুঃখ মনেই থাকে, কার কাছে শুধাই। ঐ

ভালোবাসা কভু বন্ধু, একার হয় না;
দুজনের প্রেম সমান হলে, দুঃখ রয় না।২
সুখে দুঃখে তোমায় আমি, সমান ভাবে চাই।ঐ

Comments

    Please login to post comment. Login