Posts

কবিতা

০২০৯ আধুনিক গান: ভালোবেসে আপন করে রাখিও

January 17, 2025

তারিক হোসেন

33
View

    ভালোবেসে আপন করে

ভালোবেসে রাখিও বন্ধু, আমায় আপন  করে;
সারাটি জীবন থাকিতে চাই, তোমার অন্তর জুড়ে।২

ভাবনা আমার তোমায় নিয়ে, ভাবে কত কিছু; 
আমি এখন ছুটি শুধু, ভাবনার পিছু পিছু।২
কত রঙ্গে কত ঢঙ্গে, তোমায় আপন করে। ঐ

নয়ন তোমারে দেখিতে চায়, নয়নের আলো ফেলে; 
মন তোমারে দেখিতে পায়, নয়ন বুঝে গেলে।২
তোমায় বন্ধু রেখেছি আমি, আমার মনের ঘরে।ঐ

মন আমার চায় শুধু, তোমার বুকে ঠাঁই;
তোমার চেয়ে আপন বন্ধু, আর তো কেহ নাই।২
তুমি বুকে জড়িয়ে রেখো, শক্ত করে ধরে।ঐ

Comments

    Please login to post comment. Login