তোমার মায়াবী আঁখিতে
কি জাদু মিশে আছে,
তোমার ওই মায়াবী আঁখিতে;
বারে বারে আমাকে বিমোহিত করে,
তোমার ওই মিষ্টি হাসিতে।২
যে আঁখিতে বন্দি হয়,
শত জনমের দুরন্ত মন;
একই সুতোয় বেঁধে দেয়,
তোমার আমার জীবন।২
ভালোবেসে রেখো মোরে,
তোমারই আঁচল ছায়াতে।ঐ
তোমার ওই আঁখি যেন,
মনের ওই জানাল।
কতো কথা বলে মন,
সব তুমি জানো না।২
সবকিছু বলে দেয়,
মায়া ভরা চাহনিতে।ঐ
তোমার ওই হাসি যেন,
চাঁদের ওই পূর্ণিমা;
সব দুঃখ মুছে দেয়,
হৃদয়ে আছে জমা।২
বুকের মাঝে ফুল ফোটে,
তোমার ওই প্রাণ খোলা হাসিতে।ঐ