ছেড়ে যাইও না
ভালো যদি বাসো বন্ধু,২ ছেড়ে যাইও না।
ভুল হলে বুঝিয়ে বল,২ ছেড়ে যাইও না।
ছেড়ে যাইও না রে বন্ধু ছেড়ে যাইও না।২
তুমি আমায় ভালোবাসো, আমি বাসি তোমায়;
তোমায় বুকে রেখেছি আমি, তুমি রেখেছ আমায়।২
এখন তুমি আমায় ছেড়ে,২ যেতে পারো না।ঐ
মানুষ আমি হতে পারে, আমার কোন ভুল;
ইচ্ছা করে করি না আমি, তোমার সাথে ভুল।২
ভুল হলে ক্ষমা কর,২ আর হবে না।ঐ
তুমি আমায় প্রেম শিখাইছো, একটু একটু করে;
আমারা দুজন আপন হয়েছি, অনেক দিন ধরে।২
শত সাধনার পিরিত বন্ধু,২ ভেঙ্গে দিও না।ঐ