Posts

কবিতা

০২১২ আধুনিক গান: মনের কথা মুখের কথা

January 18, 2025

তারিক হোসেন

36
View

   মনের কথা মুখের কথা

মনের কথা মুখের কথা, এক হয় না; 
মন বলে তোমায় চাই, মুখ বলে দরকার নাই;২
মুখ তো সে মনের ব্যথা, একটুও বোঝেনা।ঐ

মন বলে তুমি আপন, তোমায় ছাড়া অচল জীবন; 
তোমার সাথে বাধা আছে, আমার অবুঝ মন।২
তোমায় ছাড়া একদিনও, বাঁচতে পারব না।ঐ

মুখ বলে ইচ্ছে হলে চলে যাও, যারে খুশি তারে নাও;
আমার পথে আমি যাই, তোমার পথে তুমি যাও।২
তুমি না থাকলে আমার, কিছু যায় আসে না।ঐ

মন আমার তোমায় নিয়ে, হাজার স্বপ্ন দেখে; 
তোমার কথা ভেবে ভেবে, কত গান লিখে।২
তুমি কি আমার মনের কথা, একটুও বোঝ না। ঐ

মনের কথাই আসল কথা, তোমায় ভালোবাসি; 
ইচ্ছে করে সারা জীবন, থাকি পাশাপাশি।২
তুমি মুখের কথায় কষ্ট নিয়ে, চলে যেও না।ঐ

Comments

    Please login to post comment. Login