গাজয়াতুল হিন্দ
গাজয়াতুল হিন্দ, ইতিহাসের ধ্বনি,
যেখানে প্রতিধ্বনিত হয় বীরত্বের বাণী।
দিগন্ত জুড়ে ছড়িয়ে ছিলো সাহসের গান,
আলোর মশাল ধরে নিলো তারা মানবের মান।
হিন্দের মাটি, স্বপ্নের সেই ক্ষেত্র,
যেখানে একদিন দাপিয়ে বেড়াতো প্রতাপের নক্ষত্র।
বীরদের কন্ঠে ধ্বনিত হত আকাশ,
"ইমানের পতাকা উঁচু রাখবো সর্বত্র নিঃশ্বাস।"
গাজয়াতের ডাকে জেগেছিলো মন,
অন্ধকারে আলো ছড়িয়েছিলো সেই পবিত্র অনুক্ষণ।
তলোয়ার আর তৌহিদের দীপ্তি মিলে,
তারা আনলো পরিবর্তন এই পৃথিবীর গিলে।
তারা জানতো না হার, তারা মানতো না বাধা,
জীবনের বিনিময়ে এনে দিলো মুক্তির আশা।
হিন্দের মাটিতে প্রতিটি ফোঁটা রক্তের রঙ,
আজও যেন কীর্তিমান সেই ইতিহাসের ঢঙ।
গাজয়াতুল হিন্দ, এক মহান গাঁথা,
সত্যের পথে ছিলো তাদের একমাত্র প্রতিধ্বনি যা।
তাদের বীরত্বে যুগান্তরের জন্ম,
ইমান আর ন্যায়ের পতাকা ছিলো তাদের কর্ম।
আজও সেই চেতনা প্রাণে জাগিয়ে,
চলবো আমরা পথ, সাহসকে পাথেয় বানিয়ে।
গাজয়াতুল হিন্দ, আমাদের এক নতুন ভাষা,
যুগ যুগ ধরে থাকবে এ গৌরবের আশা।