Posts

কবিতা

বাঁধন

January 18, 2025

M MAHAFUJ SARKER

11
View

বাঁধন

বাঁধন কি শেকল, নাকি ভালোবাসার ডোর?
জীবনের পথে যা টেনে ধরে ঘোর।
মনের ভেতর গড়ে এক অবিচ্ছেদ্য ছাপ,
যার টানেই বদলে যায় জীবনের রূপকথা।

কখনো বাঁধন শক্ত, কখনো তা নরম,
কখনো তা শিকল, আবার কখনো মায়ার শরম।
মায়ের কোলে শিশুর প্রথম বাঁধন,
ভালোবাসায় জড়ানো পৃথিবীর প্রথম সঙ্গম।

তবু কখনো বাঁধন যেন এক দহন,
স্বাধীনতার পথে তুলে দেয় অজস্র প্রশ্ন।
মনের ডানায় উড়তে চায় যে মন,
বাঁধন তাকে টেনে আনে মাটির নির্ঘুম চরণ।

তাই তো বাঁধন মধুর, আবার কখনো ভার,
কখনো শান্তি, আবার কখনো কেবলই বিষাদের ভার।
তবু এই বাঁধনেই থাকে জীবনের রূপ,
যেখানে গড়ে ওঠে প্রেম আর পূর্ণতার স্বরূপ।

বাঁধন ছিঁড়ে যদি মুক্তি চাও একদিন,
তবু মনে রবে সেই টানের প্রতিচ্ছবি পরিণত দিন।
কারণ বাঁধন শুধু শৃঙ্খল নয় কোনো,
এটি জীবনের ছন্দ, এটি জীবনেরই বুনো।

Comments

    Please login to post comment. Login