Posts

কবিতা

ফিলিস্তিন, এক আরশির মতো

May 17, 2024

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

82
View
অকল্পনীয় এক অনন্য উজ্জ্বল আরশির মত যেন তুমি-
কি দারুণ দেখা যায় ধর্মীয় নৃপতি ও নেতাদের নগ্ন মুখোশ!
আমিও তো হতে চাই অভিজাত আরবের মতো অতিশয় সংযমী,
রক্ত ধমকে উঠে- বিদ্রোহ মিশে থাকা বাংলার বাতাসের এ দোষ।
শুওর শাবকদের কর্কশ জিহ্বারা গিলে নিল অলিভের পাতা 
এখনও কি চুপ থাকা সশস্ত্র সত্যের শুদ্ধ ও স্বচ্ছ সবুর?
কয়েক সেকেন্ড পরে জালিমের ভাষা হবে আমাদের এই নিরবতা-
ভূগোল পড়িনি তাও কাঁটাতার ডেকে বলে, জেহাদের জমি বহুদূর!
শিশুদের রক্ত কী প্রতিস্থাপিত করে মান্না ও সালওয়ার স্বাদ?
নাকি সেটা আঙুরের চেয়ে ভালো কাঁচামাল, বানাবে যা রঙিন ওয়াইন?
পাখিদের কাকলিতে আচমকা একদিন যদি হয় নিহত নিষাদ-
তবে কী সে খেচরের মাংসে খিচুরি খেতে বলে দেবে জেনেভা আইন?
অবশ্য আপনারা কাগজে আঁচড় দিলে হয়ে যায় নতুন নিয়ম-
আর কোনো রিলিফের কম্বল লাগবে না, মৃতদেহ দেয় বেশ ওম!

Comments

    Please login to post comment. Login