হিমালয় হতে হিমালয়ে
দেখেছি লাবণ্যধারা,
হিমেলিয়া নেশাতুর গন্ধে
অনবদ্য ছন্দে ছন্দে
শুনেছি আবেগের গান,
ভাষা ছিল বিরল
বেদনার সংগীতে বেজেছিল।
আমি তারই স্মৃতিগন্ধ ধরে
গেয়েছি যত সুর সুকুমার কণ্ঠে
না জানি গিয়াছে কতদূর
সেই দিশেহারা সুর।
জোছনামন্ডিত লালসাময় আকাশে,
উড়েছিল কৃষ্ণচূড়ার ঝাঁক
সুরভী সুগন্ধে মেতেছিল সমীরণ
মেতেছিলাম আমিও,কান্তকারুময় রূপে।
ভাসমান ধূলিকণার অনন্য ঐশ্বর্যে
এঁকেছিলাম জাগ্রত এক ছবি
দিয়েছিলাম দিগন্তে মিলায়ে।
সে ছবি মিলেনি তবু
মিলেনি আমার হৃদয়,
সেই জাগ্রত ছবি এখনো দেখা যায়।