Posts

কবিতা

সমাধিফলক

January 20, 2025

মোঃ আল আমিন

5
View

আমার একখান ঘর হবে,
সরষে ক্ষেতের সোনালী ডানার পাশে
যেখানে সংসার হবে একদল মৌ ঝাঁকের;
ঘরের পাশে বেড়ে উঠবে প্রকান্ড ছাতিম
কৃষকেরা যে সুবাস নাকে বয়ে এগুবে মাঠের পানে,
দুষ্টু বালকের একদল সে গাছ বেয়ে উঠে
মেতে উঠবে শৈশবের উদ্দাম উল্লাসে;
তাদেরই ঝাঁকুনিতে কিংবা দখিনের সমীরণে
দু চার গোছ ছাতিমের ফুল ঝরে পড়বে আমার উঠোনে
কুড়াবোনা সে ফুল__,
মুয়াজ্জিনের আযানে যে পথিক যায় মসজিদ পানে,
তার প্রাণে লেগে থাকুক
আমার আঙিনার সে ফুল সৌরভ।

আমার ঘরের পাশে শুক্লপক্ষের চাঁদ,
রোজ বেয়ে উঠবে ছাতিমের ডাল বেয়ে;
বাঁশের চালার ফাঁকে হয়তো পৌঁছুবেনা সে কিরণ,
তবু শুনবো; সে চাঁদের কিরণে__
কেমন ডেকে যায় শেয়ালের দল,
ডানা ঝাপটে কেমন উড়ে যায়
সুপ্ত বেদনায় কাতর একটা নিঃসঙ্গ বাদুড়।

আমার ঘর হবে পৃথিবীর কিনারে_
যেখানে নীল ও সবুজ মিলে মিশে একাকার,
এ ঘর হবে শুধুই আমার
একান্তই আমার একাকীর,
বিনাশী এ পৃথিবীর বুকে যে ঘর টিকে রবে
শত শতাব্দীর কাল বয়ে অনন্তে_
হয়তো ছাতিম কিংবা শিউলির ছায়ায়
নির্মিত আমার একখান ঘর;
যার ফলকে লেখা রবে,
                  “এইখানে শায়িত..........”।

সমাধিফলক
২০-০১-২০২৫

Comments

    Please login to post comment. Login