
"আমি ভেবেছিলাম এটা আমার ভাগ্য থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছে
শুধুই ইচ্ছে না–কি চেষ্টা? এটা ছিলো শুধুই দূরে সরে যাওয়ার ইচ্ছে পথ
আমি চেয়েছিলাম নতুন ভাবে সূর্যের আলো খুঁজে পেতে, যদি তুমি কেউই না হও ইচ্ছে পোষণ করার,
তাহলে বরং,
তোমার ইচ্ছেপথ থেকে দূরে সরে দাঁড়িও, অন্তত এটা তোমার ইচ্ছেগুলোকে তিলে তিলে শেষ করে দিবে না।"