আর একটু থেকে যাও
সোনা বন্ধুরে..... আর একটু থেকে যাও;
আমায় তুমি তোমার সাথে, ঢাকায় লইয়া যাও।২
ঢাকাই তুমি কেমনে থাকো, আমায় ছাড়িয়া;
আমি তো পারি না থাকিতে, তোমায় ভুলিয়া।২
দিবানিশি মনের ভেতর, তুমি গান গাও। ঐ
তোমার কথা ভেবে ভেবে, কাটে আমার দিন;
একদিন একদিন করে গুনছি, তোমার আসার দিন।২
একবার তুমি আসিয়া বন্ধু, আমায় দেখে যাও। ঐ
বন্ধু আমার আপন হয়ে, থাকো শুধু দূরে;
তোমার কষ্টে অন্তর ফাটে, দুচোখে জল ঝরে।২
জ্বালায় জ্বালায় আমি মরি, একবারে মেরে যাও। ঐ