খান বংশেরর ছোট ছেলে আজ বাড়িতে আসতেছে। তার নাম মাহিন খান। সে গত ৫ বছর ঢাকাই ছিলো পড়াশোনা করার জন্য। আজ সে বাসায় আসবে তাই সবাই আজ খুব খুশিতে আছে। বাবা চাচা মিলে তারা ৩ ভাই এবং ৩ বোন। তার বড় চাচার একটি ছেলে নাম তানভির খান। তার মেজো ছেলে নাম আবির খান। তাদের চাচাদের কোনো মেয়ে নেই। বড় মনির একটি মেয়ে ছোট নাম শাহানা পারভিন। মেজো মনির একটি ছেলে নাম সিয়াম খান। ছোট মনির একটি মেয়ে তাসফিয়া।তাসফিয়া মাহিন এর থেকে ২ বছরের ছোট। মাহিন আসবে বলে তারা সবাই মাহিন দের বাসায় যায়।মাহিন এর মা মোছা:রিদি শেখ এবং তার বাবার নাম মো: সাজ্জাদ খান। তাসফিয়া তো মহা খুশি কারণ সে মাহিন কে খুব পছন্দ করে আর সে ৫ বছর পর দেখবে।তার বেস্ট ফ্রেন্ড কে সব বলল। তার বেস্ট ফ্রেন্ড এর নাম বন্যা। বন্যা আবার আবির কে পছন্দ করে। কারণ মাহিন এর কোনো ভাইয়ের বিয়ে হয় নি। তানভির তার বাবার সাথে ব্যবসা করে। আবির একটি চাকরি করে।
Comments
-
DekhA-s VediO 15 hours ago
পার্ট ১,, যদি ভালো লাগলে তাহলে বলিয়েন,,, আরো দিবো।