Posts

উপন্যাস

তুমি অন্য কারো নও

January 21, 2025

DekhA-s VediO

8
View

বাড়িতে আসতে আসতে মাহিন ভাবতেছে কত দিন ধরে আম্মু আব্বু কে দেখিনি। আর আগের কথা মনে পড়ে যায়। বাসায় এসে দেখলো সবাই তার জন্য অপেক্ষা করতেছে। মাহিন বাবা কাছে গিয়ে সালাম দিলো এবং মাকে জরিয়ে ধরল। তারপরে রুমে গেলো।সবার সাথে দেখা হলো কিন্তু তাসফিয়া কই ওকে কেনো দেখলাম নাহ এটা মনে মনে বলতে লাগলো। তার সে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার সব তার পছন্দের রান্না এটা দেখে সে খুব খুশি হলো। তারপর খাওয়া দাওয়া শেষে তার ছোট মনিকে বলল তাসফিয়া কোথায় তাকে তো দেখলাম নাহ। তখন তার মনি বলল সে তো সিয়াম এর সাথে বাহিরে গেছ।জিনিস কিনবে তাই। এটা শুনে মাহিন একটু রাগ করল। বিকাল ৩ টায় সিয়াম আর তাসফিয়া বাসায় আসলো তাদের দেখে 
মাহিন বলল : তোরা কোথায় গেছিলিস। 
সিয়াম : ভাইয়া আমরা কেক আর গিফট কিনতে গেছিলাম। 
মাহিন : কেন? 
তাসফিয়া : আমার বেস্ট ফ্রেন্ড বন্যার কালকে জন্মদিন তাই তার জন্য জিনিস কিনতে গেছিলাম। 
সিয়াম : ভাইয়া আমরা তাকে সারপ্রাইজ  দিবো তাই। 
মাহিন : ওহ,, আমিও যাবো তোদের সাথে কালকে। 
সিয়াম : আসলে ভাইয়া,,,, 
মাহিন : কি 
সিয়াম : ভাইয়া বন্যা আবিরকে পছন্দ করে আর কালকে সে আবির ভাইয়াকে প্রপোজ করবে তাই আরকি,, 
মাহিন : ওহ,, তাহলে তো আমি আরো যাবো,, 
তাসফিয়া : কেনো? 
মাহিন : আবির কোনো মেয়ে পছন্দ করে নাহ,,  বন্যাকে যদি ভালো লাগে তাহলে তো আরো ভালো। 
সিয়াম : আচ্ছা ভাইয়া যেও,, আমরা তাহলে আসি। 
মাহিন : হে যা,, কিন্তু কালকে আমাকে নিয়ে যাবি,, বলে দিলাম 
সিয়াম : ঠিক আছে ভাইয়া। 
আসলে তাদের তিন ভাইয়ের মধ্যে তানভির রিলেশন করে মিথিলার সাথে আবির কোনো মেয়েকে পাত্তা দেই নাহ আর মাহিন একটু বেশি রাগি তাকে সবাই ভয় করে।তারপরে রাতে তারা সবাই মিলে ভাত খেতে বসে। তখন মাহিন বলল:ওই তোরা কালকে কখন যাবি? 
সিয়াম : ভাইয়া  সকাল ১০ টায় বের হবো। 
মাহিন : ওহ আচ্ছা। 
মাহিন এর মা মোছা : রিদি শেখ বলল : তুই কোথায় যাবি বাবা? 
মাহিন : কালকে তাসফিয়ার বেস্ট ফ্রেন্ড এর জন্মদিন ওখানে যাবো। 
মোছা: রিদি শেখ : ওহ আচ্ছা 
সবাই খেয়ে রুমে গেলো। তাসফিয়া তার বেস্ট ফ্রেন্ড কে ফোন দিয়ে বলল
তাসফিয়া : ওই তুই জানিস,, আজকে কি হয়েছে? 
বন্যা : কি,, তুই না বললে আমি কিভাবে জানবো,, 
তাসফিয়া : কালকে আমাদের সাথে মাহিন ভাইয়াও যাবে। 
বন্যা : কি,, মাহিন ভাইয়া যদি কিছু বলে রে,, 
তাসফিয়া : না,, মাহিন ভাইয়া কিছু বলবে নাহ,, আর হে তুই কিন্তু দুইটা গোলাপ নিয়ে আসিস। 
বন্যা : কেন? 
তাসফিয়া : তুই তো জানিস আমি মাহিনকে পছন্দ করি,, তোর সাথে আমিও প্রপোজ করবো,,
বন্যা : কি সত্যি,, 
তাসফিয়া : হে,, 
বন্যা : আচ্ছা রাখি,, কালকে দেখা হবে। 
তাসফিয়া : হুম,,বাই 
তাসফিয়া মনে মনে বলতেছে কালকে মাহিন ভাইয়াকে প্রপোজ করবো হে আল্লাহ মাহিন ভাইয়া যেনো রাজি হয়ে যাই।এগুলো ভাবতে ভাবতে তাসফিয়া ঘুমিয়ে পড়ল।

Comments

    Please login to post comment. Login

  • DekhA-s VediO 14 hours ago

    পাট ২ কেমন হয়েছে বলিয়েন ভালো লাগলে আরো বেশি করে পোস্ট করবো।