তুমি আমার সবকিছু
তুমি আমার সবকিছু, তুমি আমার আশা;
তোমায় পেয়ে পূর্ণ জীবন, তুমি ভালোবাসা।২
ভালোবাসা, ভালোবাসা, আমার ভালোবাসা।ঐ
শুকনো পাতার মতো শুকনো প্রাণ;
তোমার ছোঁয়ায় পেল নতুন জীবন।২
তোমায় নিয়ে সুখে ভাসি,২
তুমি ভালোবাসা।ঐ
মনের মাঝে কঠিন ভাবে, ধরেছ তুমি হাল;
তোমার ছোঁয়ায় পলাশ ফুটেছে, হয়েছে মন লাল।২
স্বপ্ন আমার তোমায় ঘিরে,২
তুমি ভালোবাসা।ঐ
ফুলে ফুলে উড়ে ভ্রমর, ফুল হাসে তার সাথে;
ভালোবেসে ধরেছ হাত, থাকবো তোমার সাথে।২
হৃদ মাঝারে রেখেছি তোমায়,২
তুমি ভালোবাসা।ঐ