পাঠ ৩ তুমি অন্য কারো নও
সকালে সবাই মিলে নাস্তা করল।তারপরে তাসফিয়া, সিয়াম,মাহিন, আবির মিলে বেড় হলো বন্যা দের বাসার উদ্দেশ্যে। কিছু কক্ষ পরে তারা সবাই বন্যা দের বাসায় গেলো। বন্যাকে নিতে আর মাহিন আগে থেকেই একটা রেস্টুরেন্ট বুক করে রেখেছিলো। বন্যা খুব সুন্দর করে রেডি হয়ে বেড় হলো। তার জন্য সবাই বাহিরে দারিয়ে ছিলো। তাসফিয়া বলল এতো কক্ষ লাগলো রেডি হতে। বন্যা আবিরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলো। মাহিন বলল চল আমি একটা রেস্টুরেন্ট বুক করে রেখেছি ওখানে চল।তারপর সবাই মিলে গাড়িতে চলল,, কিছু কক্ষ পরে তারা সবাই চলে আসলো। রেস্টুরেন্ট টা ছিলো খুব সুন্দর তাসফিয়া বলল : এতো সুন্দর এই জাইগাটা।
আবির বলল : আমার ভাই এর পছন্দ তাহলে তো সুন্দর হবে।
মাহিন বলল : এতো কথা না বলে চল ভিতরে যাই।তারপরে সবাই মিলে ভিতরে গেলো বন্যা কেক কাটলো প্রথমে তাসফিয়া কে কেক দিলো তার পরে সবাই মিলে কেক নিয়ে একটু মজা করল। বন্যা আবিরের দিকে তাকিয়ে একটা গোলাপ ফুল বের করল এবং আবির কে দিয়ে বলল ভাইয়া এটা তোমার জন্য। আবির দেখে বলল : কেনো এটা আমার জন্য।
বন্যা বলল: ভাইয়া আমি আপনাকে অনেক আগে থেকেই খুব পছন্দ করতাম কিন্তু বলতে পারিনি তাই আজকে বলাম।
আবির বলল : আমি তো অন্য মেয়েকে পছন্দ করি।
বন্যা বলল:কি,,
তাসফিয়া আর মাহিন পুরো আবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে।