Posts

কবিতা

০২১৬ আধুনিক গান: চাঁদের মতো সুন্দর

January 22, 2025

তারিক হোসেন

46
View

চাঁদের মতো সুন্দর

তোমার হাসিতে ফুল ফোটে,
চাঁদ হাসে আকাশে;
জীবন আমার ঝলমল করে,
সুগন্ধি ছড়ায় বাতাসে।২

চাঁদের মতো সুন্দর তুমি,
চাঁদের মতো হাসো;
সারা জীবন একই ভাবে,
আমায় ভালোবাসো।২
সুখে দুঃখে হাসি মুখে,২
থাকো আমার পাশে।ঐ

নয়ন তোমার কতো সুন্দর,
সবই সুন্দর দেখো;
চারপাশের জগতটাকে,
কতো সুন্দর রাখো।২
সবাই তোমায় ভালো বলে,২
অনেক ভালো বাসে।ঐ

তোমার মন এমনি করে,
হাসিতে ভরে রাখো;
স্বপ্ন সুখে তোমার প্রেমে,
আমায় কাছে রাখো।২
আমি ভালোবেসে সারা জীবন,২
রাখবো তোমায় পাশে। ঐ

Comments

    Please login to post comment. Login