পাখি তোরে দিলাম ছেড়ে
পাখি তোরে দিলাম ছেড়ে, ইচ্ছে হলে থাকিস;
আমায় যদি ভালো লাগে, বুকের মাঝে রাখিস।২
তোর চোখেতে গভীর প্রেম, দেখেছি আমি যতো;
ভালোবেসে তোরে আমি, করেছি আপন ততো।
সারা জীবন বুকের মাঝে,২
একটু জায়গা দিস।ঐ
সুখে দুঃখে তরে আমি, রেখেছি বুকের মাঝে;
ঘুমটা টেনে থাকিস তুই, একটুখানি লাজে।২
সুখের ভাগ নাইবা দিলি,২
দুঃখের ভাগ দিস।ঐ
তোরে আমি শিকল দিয়ে, বাঁধবো না কোন দিন;
ভালোবেসে মায়ার বাঁধনে, রাখবো চিরদিন।২
মায়ায় পড়লে তোর সাথে,২
আমায় বেঁধে রাখিস।ঐ