Posts

কবিতা

বিচরিণী

January 22, 2025

Alamin Islam

15
View

হে আমার ত্রিভুবন বিচরিণী,

তুমি কি আমার হবে?

গোপন চয়নে সুধা নির্ঝরিনী

এ জীবনে নক্ষত্র হয়ে রবে?

তুমি তো ধ্রুবতারা,

রংধনু মিশেলে পরশময়;

আমারে করো না আশাহারা,

তুমিহীনা ছন্নছাড়া নিশ্চয়।

তুমি ঝুম প্রভাতের মতো স্থির নও?

কোকিল ঝরা সুরে।

নিরজনে মন মোহনায় রও?

আঁধার মিলিয়ে দাও নূরে!

হৃদসমুদ্রের তরঙ্গ তুমি,

তুমি প্রেমতৃষ্ণার জল,

রাঙিয়ে দাও হৃদয়ভূমি-

বিষাদ হাহাকারের স্থল।

তুমি কি হবে আমার?

এ প্রশ্ন ঝড়ের মতো অস্থির করে,

জ্বলে অসহায় মরুময় তীক্ষ্ণতার

আগুন;শুষ্ক জীবন পরে।

একবার বল তবে প্রেয়সী,

তুমি শুধুই আমার,

হে আনন্দমহীয়সী ,

আমি হই তোমার।

Comments

    Please login to post comment. Login