Posts

কবিতা

প্রেম এসেছে মনে

January 23, 2025

নাসির ফরহাদ

17
View

প্রেম এসেছে মনে …

সারা পাড়াময় পড়ে গেছে সাড়া!

মুখ ফুটে বলার আগে- ই জেনে গেছে জনে জনে ।

প্রেম এসেছে মনে ….

আনমনে ওড়নার আঁচল

প্যাচাও, অকারণ প্যাচাও আঙ্গুলের কোণে ।

প্রেম এসেছে মনে …

উদাস দৃষ্টিতে তাকাও আকাশ পানে!

হাত থেকে খসে পড়ে চিরুনি কোন কারণে ।

প্রেম এসেছে মনে

সব কিছু হয় না দৃষ্টি গোচর, 

কিছু আবার হানা দেয় সংগোপনে ।

প্রেম এসেছে মনে……

আঙুলে আঙ্গুল চেপে, স্পর্শ অকারণে, 

তানপুরাটা বেজে উঠে কোন সুখে থেমে থেমে ।

প্রেম এসেছে মনে……………

বইয়ের ভাজে খোঁজ কার চিঠি গোপনে!

চকিত মন বারে বারে চমকে উঠে ক্ষনে ক্ষনে ।

প্রেম এসেছে মনে… ।

Comments

    Please login to post comment. Login