খুনসুটি
ও সখি তোর খুনসুটি, অন্তর ছটফট করে;
মনের মাঝে প্রেম জাগে, আরও প্রিয় করে।২
তোর সাথে আমার কোন ঝগড়া হয় না;
যেটা হয় খুনসুটি, প্রেম কমে না।২
খুনসুটি প্রেম বাড়িয়ে দেয়, প্রিয় করে তোরে।ঐ
আমার সাথে তুই যখন, একটু আবদার করিস;
ভালোবেসে আপন করে, মিষ্টি করে হাসিস।২
মনে আমার শান্তি লাগে, জীবন সুখে ভরে।ঐ
আমার চোখে যখন তুই, রাখিস তোর চোখ;
হাসিতে ভরা যখন তোর লাল টুকটুক মুখ।২
দু চোখ ফেরাতে পারিনা আমি, নতুন প্রেমে পড়ে।ঐ
ভালোবেসে যখন থাকিস, আমার হাতটি ধরে;
তোর হাতের কোমল ছোঁয়া, হৃদয় স্পর্শ করে।২
ইচ্ছে করে এমন করে, থাকি জীবন ভরে।ঐ