Posts

কবিতা

০২১৯ আধুনিক গান: তুমি না আমি আমি

January 24, 2025

তারিক হোসেন

118
View

        তুমি না আমি আমি

(এই গানটির প্রথম লাইন 'তুমি না আমি আমি, আমি না তুমি তুমি' লিখেছেন আমার ছোট ছেলে ফারহান হোসেন, বয়স চার বছর। বাকি অংশ বন্ধু মোল্লা আমিনুল ইসলাম সজীব এর পরামর্শে  আমি লিখেছি।)

তুমি না আমি আমি, আমি না তুমি তুমি, দুজনে; 
চলো না যাই দূরে, পাখির মতো উড়ে উড়ে, দুজনে।২
দুজনে দুজনে দুজনে।ঐ

আজ এই শুভ ক্ষণে, বেঁধেছি জীবন তোমার সনে;২
একই সুরে একই গানে,২ কেউ জানে না মন জানে।
দুজনে দুজনে দুজনে।ঐ

সকাল সন্ধ্যা সারাক্ষনে, তোমার কথা পড়ে মনে;২
ইচ্ছা করে মনের কথা,২ বলি তোমার সনে।
দুজনে দুজনে দুজনে।ঐ

চোখের তারায় চোখের কোনে, তোমার ছবি সবখানে;২
ভালোবেসে মিশে আছো,২ সয়নে স্বপনে নয়নে।
দুজনে দুজনে দুজনে।ঐ

মন আমার মনে মনে, তোমায় ডাকে গানে গানে;২
চলো না হারিয়ে যাই,২ ওই দূর নীল গগণে।
দুজনে দুজনে দুজনে।ঐ

Comments

    Please login to post comment. Login