যেতে পারো না তুমি চলে
ভালোবাসা ভাঙ্গতে পারে না,২ ছোট একটি ভুলে।
ভুল হলে বলতে পার, আমায় তুমি বুঝাতে পার।২
যেতে পারো না তুমি চলে।ঐ
তোমার কথা বিশ্বাস করি, ধারন করি মনে;
তোমার জন্য সবই করি, যেমন চাও মনে।২
এরই মাঝে মনের অজান্তে, একটু ভুল হলে।
যেতে পারো না তুমি চলে।ঐ
তোমার জীবন চলাফেরা, সবই ভালো লাগে;
তোমার মতো হয়ে যেতে, ভীষণ ইচ্ছা জাগে।২
এরই মাঝে মনের অজান্তে, একটু ভুল হলে।
যেতে পারো না তুমি চলে।ঐ
তোমার মতো চলতে চলতে, আমার আমি নাই;
তোমার স্রোতে ভেসে ভেসে, তোমার মতো হই।২
এরই মাঝে মনের অজান্তে, একটু ভুল হলে।
যেতে পারো না তুমি চলে।ঐ