চলে যেতে হবে
আর তো বেশি সময় নাই, চলে যেতে হবে;
ধন সম্পদ টাকা পয়সা, সবই পরে রবে।২
মনের শক্তি বড় শক্তি, একদিন চলে যায়;
জরাজীর্ণ রোগ ব্যাধি, সবকিছু পায়।২
মানুষ আমি আমার একদিন, বিদায় নিতে হবে;
যেমন করে চলে গেছে, পূর্বপুরুষ সবে।২ঐ
লোভের মোহে অন্তর কালা, চলছে জীবন ভরে;
জীবন একদিন আমায় ছেড়ে, যাবে বহু দূরে।২
সবাই আমায় ভুলে যাবে, ভুলে যাবে ভবে;
যদি থাকে কৃতি আমার, মহাকালের রবে।২ঐ
কতো হাসি কতো গান, রাগ অভিমান;
সকলি ভুলে আমি, হয়েছি সাদা প্রাণ।২
দুহাত তুলে বসে আছি, ডাক আসবে কবে;
তখন আমি চলে যাব, বাকি সবই রবে।২ঐ