Posts

কবিতা

০২২২ লোকগীতি: তুমি হবে লাশ

January 25, 2025

তারিক হোসেন

71
View

       তুমি হবে লাশ

একদিন পাখি চলে যাবে, তুমি হবে লাশ;
তোমার জন্য কাটা হবে, নতুন তাজা বাঁশ।২

তোমার জন্য কবর খুঁড়ে, গড়বে নতুন ঘর;
সেই ঘরেতে কেউ যাবে না, তোমার আপন পর।২
সবাই তোমার নাম নিবে না, বলবে শুধু লাশ;
তোমার জন্য থাকবে না আর, এই জগতের পাস।২ঐ

মাটির ঘরে শুইয়া দিবে, উত্তর দক্ষিণ করে;
সবাই তখন ফিরে যাবে, তুমি মাটির ঘরে।২
মাটির সাথে মিশে যাবে, মাটিই হবে শেষ;
সবাই তোমায় ভুলে যাবে, তোমার সব শেষ।২ঐ

Comments

    Please login to post comment. Login