Posts

কবিতা

০২২৩ কবিতা: হাজার বছর বেঁচে রবো

January 25, 2025

তারিক হোসেন

188
View

হাজার বছর বেঁচে রবো

আমি সম্ভাব্ত মারা যাব!
কোন রোগে নয়,
কোন শোকে নয়,
শুধু তোমার অবহেলায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
কোন পানির অভাবে নয়,
কোন খাবার অভাবে নয়,
শুধু তুমি ভালো না বাসায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
কোন গানের অভাবে নয়,
কোন সুরের অভাবে নয়,
শুধু তোমার কন্ঠ শুনতে না পাওয়ায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
তাজমহল দেখতে না পাওয়ায় নয়,
ঘাসের উপর শিশির দেখতে না পাওয়ায় নয়,
শুধু তোমায় দেখতে না পাওয়ায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
সত্যকে সত্য বলতে না পারায় নয়,
মিথ্যাকে মিথ্যা বলতে না পারায় নয়,
শুধু তোমায় ভালবাসি বলতে না পারায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
চাঁদ না দেখায় নয়,
কোন ফুল না দেখায় নয়,
শুধু তোমার মুখের হাসি না দেখায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
কোন অভাবে নয়,
কোন অনটনে নয়,
শুধু তোমায় কাছে না পাওয়ায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
কোন ক্যান্সারে নয়,
কোন স্ট্রোকে নয়,
শুধু তুমি একটু না ছোঁয়ায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
কোন ভাইরাসের আক্রমণে নয়, 
কোন ভেক্টেরিয়ার সংক্রমনে নয়,
শুধু তোমার অভাবের যন্ত্রণায়।

আমি সম্ভাব্ত মারা যাব!
কোন ভূতের ভয় নয়,
কোন সম্পদ হারানোর ভয় নয়,
শুধু তোমাকে হারানোর ভয়।

আমি হাজার বছর বেঁচে রবো
আর কিছুর জন্য নয়,
আর কারো জন্য নয়,
শুধু তুমি যদি চাও আমায়।

Comments

    Please login to post comment. Login