Posts

কবিতা

০২২৪ আধুনিক গান: সবচেয়ে সুন্দর তোমার দেওয়া সময়

January 25, 2025

তারিক হোসেন

48
View

সবচেয়ে সুন্দর তোমার দেওয়া সময়

পৃথিবীতে সবচেয়ে সুন্দর, তোমার দেওয়া সময়; 
পৃথিবীতে সবচেয়ে প্রিয়, তোমার দেওয়া সময়।
তুমি যখনি সুযোগ পাও, দিও একটু আমায়।২

তুমি যখনি সুযোগ পাও, একটু কাছে এসো;
ভালোবেসে হাতটি ধরে, একটু পাশে বসো।২
বুকের মাঝে আগলে রেখো, ভালোবেসে আমায়।ঐ

তোমাকে দেখার ইচ্ছা, তীব্র থেকে তীব্রতর হয়; 
তোমাকে পাওয়ার ইচ্ছা, যুগ যুগ ধরে রয়।২
নিজেকে উজাড় করে, দিতে ইচ্ছা করে তোমায়।ঐ

ভালোবাসা যত বাড়ে, পাওয়ার ইচ্ছা তত বাড়ে; 
মন বলে সারাক্ষণ, রাখি আপন করে।২
তুমি চেষ্টা করে দেখো, দিতে পারো আর একটু সময়।ঐ

কোন কাজেই মন বসে না, আসে না চোখে ঘুম; 
অন্তর আমার জ্বালা জ্বলে, খোঁজে তোমার ওম।২
আমি মিনতি করে বলছি, আর একটু দিও সময়।ঐ

Comments

    Please login to post comment. Login