দুঃখ নিঠুর খেলা খেলে
দুঃখ তোমায় দিলাম বলি, দু নয়নের জলে;
তবুও দুঃখ আমার সাথে, নিঠুর খেলা খেলে।২
ভেবে ছিলাম সুখ পাবো, যাদের হাত ধরে;
তাঁরা সবাই চলে গেল, একজন একজন করে।২
প্রিয় সবাই চলে যায়, দুঃখ যায় না চলে।ঐ
দুঃখের সাথে আমার বাস, জনম দুঃখী আমি;
এ জীবনে দুঃখ ছাড়া, কিছুই দিলে না তুমি।২
এখন আমার দুঃখ ছাড়া, আর কিছু না মিলে।ঐ
সবাই বলে সুখের দিন, দুঃখের পরে আসে;
এ জগতে সুখের বাস, দুঃখের আসে পাশে।২
আশায় আশায় বসে আছি, সুখ কবে মিলে।ঐ