Posts

কবিতা

আবেগ

January 26, 2025

শেখ মুস্তাহিদ আহমেদ শোয়েব

142
View

১.
শেষবার যবে তোমায় দেখেছি, সেইবারই একবারে, একদৃষ্টিতে-
অনন্তবার তোমার আখির অনলে পুড়েছি, মরেছি, শুদ্ধ হয়েছি;
এখন তোমার চোখ আর চোখের কাজল ছাড়া
সবকিছুই কুৎসিত মনে হয়।

২.
তোমাকে না ছুঁয়ে ছুঁই, তোমার ঠোঁটে ফুটে থাক
গোলাপ, জবা, চম্পা, বেলী, জুঁই।

৩. 
দূর থেকে তোমাকে দুই চোখের প্রেমে জাপটে ধরি,
কাছে গেলে তোমার; হৃদয়ের অস্পষ্ট অনলে জ্বলে-পুড়ে মরি।

Comments

    Please login to post comment. Login

  • Shoaib ahmed 10 months ago

    অনন্য কাব্য ভঙ্গি। আরও বড় সর হলে মন্দ হত?